Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সরকারি সুবিধা নিতে নিজের স্ত্রীকেই ফের বিয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২২, ১৫:২৯

সরকারি সুবিধা নিতে নিজের স্ত্রীকেই ফের বিয়ে

নৈতিক চৌধুরী ও তার স্ত্রী। ছবি: আনন্দবাজর পত্রিকা

ভারতের কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের ঘোষণা অনুসারে সরকারি সুবিধা পেতে নিজের স্ত্রীর পরিচয় গোপন রেখে সরকারি গণবিবাহ অনুষ্ঠানে হাজির ফের তাকেই বিয়ে করেন নৈতিক চৌধুরী নামে এক যুবক। 

সরকারি অর্থসাহায্য পাওয়ার জন্যই নৈতিক চৌধুরী এ কাজ করেছেন বলে অভিযোগ তুলেছে পুলিশ।  ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

গত বুধবার (২৬ মে) প্রদেশের সাগর জেলার ধর্মশ্রীর বালাজি মন্দিরে সরকারি নির্দেশনা অনুসারে ওই গণবিবাহের আয়োজন করা হয়। 

অভিযোগ উঠেছে, সেই মন্দিরেই নৈতিক ও তার স্ত্রী সরকারি অর্থের সুবিধা পেতে ফের বিয়ে করতে যান। গণবিবাহের আয়োজকরা নৈতিককে চিনে ফেলায় তিনি ধরা পড়েন বলে জানা গেছে।

আয়োজকেরা জানান, গত ১১ মে ঘরোয়াভাবে নৈতিকের বিয়ে হয়।

উল্লেখ্য, নৈতিক চৌধুরী কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের একজন সক্রিয় কর্মী ও জাতীয় আহ্বায়ক।

এ ঘটনার পর মধ্যপ্রদেশের বিজেপি নেতা লোকেন্দ্র পরাশর টুইটারে লিখেছেন, ‘এই কীর্তিমান এনএসইউআইয়ের জাতীয় আহ্বায়ক। মুখ্যমন্ত্রীর কন্যাদানের সুবিধা নিতে দ্বিতীয় বার বিয়ে করতে গিয়েছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। 

মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথজিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, আপনার দলের ছাত্রনেতার সম্পর্কে কিছু বলছেন না কেনো।

এ ঘটনা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে ভারতের মধ্যপ্রদেশে। - সূত্র: আনন্দবাজার পত্রিকা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫