Logo
×

Follow Us

আন্তর্জাতিক

১৪ দিনের মাথায় ইরানে বিপ্লবী গার্ডের আরেক কর্নেলের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২২, ১২:২৫

১৪ দিনের মাথায় ইরানে বিপ্লবী গার্ডের আরেক কর্নেলের মৃত্যু

আলী ইসমাইলজাদেহের মৃত্যুতে ইরান শোকহত। ছবি: এপি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) আরেক জ্যেষ্ঠ কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩ জুন) এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই কর্মকর্তা পদমর্যাদার দিক থেকে কর্নেল ছিলেন। তার নাম আলী ইসমাইলজাদেহ। তিনি নিজ বাড়িতেই মারা গেছেন। 

ধারণা করা হচ্ছে, বাড়ির বারান্দা বা ছাদ থেকে পড়ে তিনি মারা গেছেন। আইআরজিসি তার মৃত্যুকে হত্যা বলতে নারাজ। 

দুই সপ্তাহের মধ্যে আইআরজিসির আরেক কর্মকর্তা মারা যাওয়ার কারণে এই মৃত্যুর মধ্যে ইসরায়েলের হাত রয়েছে কিনা জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে। যা খুবই স্বাভাবিক। তবে আইআরজিসি সেই সন্দেহ নাকচ করে দিয়েছে।

এর আগে গত ২২ মে আইআরজিসির কর্নেল হাসান সাইয়েদ খোদায়িকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিন মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী তাকে পাঁচটি গুলি করে পালিয়ে যায়। এ হত্যার পেছনে ইসরায়েলের সরাসরি হাত রয়েছে বলে আইআরজিসি ধারণা করেছে।

এর আগে গত জানুয়ারিতে অস্ত্রধারীদের সাথে সংঘর্ষে ইরানের বিপ্লবী গার্ডের তিন সদস্য নিহত হয়েছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫