Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান সফরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ২৩:৩৮

ইরান সফরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি- সংগৃহীত

দুই দিনের সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আজ শুক্রবার (১০ জুন) ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তেহরান পৌঁছান।

তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইরান সফরের সময় প্রেসিডেন্ট মাদুরো দুই দেশের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দেবেন।

ইরান এবং ভেনেজুয়েলা বলদর্পী মার্কিন সরকারের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিছুদিন আগে ভেনেজুয়েলা মারাত্মকভাবে জ্বালানি তেলের সংকটে পড়ে। তখন ইরান কয়েকটি জাহাজে করে ভেনেজুয়েলায় তেল পাঠিয়েছিল।

বহুদিন ধরে আমেরিকা ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করে আসছে। এজন্য ওয়াশিংটন গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাত দিচ্ছে এবং ভেনেজুয়েলার বিরোধী দলকে ষড়যন্ত্র বাস্তবায়নের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫