
নিকোলাস মাদুরো ও ইব্রাহিম রাইসি। ফাইল ছবি
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন তিনি ইরানের সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তি করবেন। চুক্তিটির মেয়াদ হবে ২০ বছর।
গতকাল শুক্রবার (১০ জুন) ২ দিনের সফরে ইরান এসেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
আজ শনিবার (১১ জুন) তেহরানের সাদাবাদ প্রাসাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করেন।
আজ শনিবার (১১ জুন) ইরানের গণমাধ্যম হিস্পান টিভির সঙ্গে একটি সাক্ষাৎকার দেন নিকোলাস মাদুরো।
এতে তিনি বলেন, ইরানের সঙ্গে ভেনিজুয়েলা ২০ বছরের জন্য চুক্তি করবে। ভেনিজুয়েলার কারাকাস থেকে ইরানের তেহরান পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ভেনেজুয়েলা কফি ইরানে রফতানি করবে বলেও জানান তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র ইরান এবং ভেনিজুয়েলা দুই দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২০২০ সাল থেকে এ দুই দেশ নিজেদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বাড়িয়েছে।
নিকোলাস মাদসুরোর সঙ্গে সাক্ষাতের সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, ইরানের পররাষ্ট্র নীতিতে সব সময়ই স্বাধীন দেশগুলির সঙ্গে সম্পর্ক বজায় রাখা হয়েছে। ইরানও কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। তবে ভেনিজুয়েলা দেখিয়েছে কিভাবে শত্রু এবং সাম্রাজ্যবাদের হুমকি এবং নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই করা যায়।
বৈঠকের পর একটি যৌথ সম্মেলনে দুইজন দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত’ পর্যায়ে উন্নীত করার প্রশংসা করেন। তারা আরও বলেন দুই দেশ শক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং পর্যটন খাত ছাড়াও বাণিজ্য সম্পর্ক জোরদার করবে।
তবে ২০ বছরের সহযোগিতার রোডম্যাপের যার সঠিক বিবরণ গোপন রাখা হয়েছে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের নিজ নিজ প্রেসিডেন্টের উপস্থিতিতে স্বাক্ষর করেন। উভয় দেশের প্রতিনিধিদল ভবিষ্যতের সহযোগিতার বিশদ আলোচনা করেছে।