Logo
×

Follow Us

আন্তর্জাতিক

খোলা চিঠি লিখে বরখাস্ত স্পেসএক্সের ৫ কর্মী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুন ২০২২, ২০:০৮

খোলা চিঠি লিখে বরখাস্ত স্পেসএক্সের ৫ কর্মী

ইলন মাস্ক। ফাইল ছবি

সমালোচনা সহ্য করতে পারেন না ইলন মাস্ক। তাই নিজের মহাকাশযান প্রকৌশল কোম্পানি স্পেসএক্সের পাঁচ কর্মীকে বরখাস্ত করেছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলন মাস্কের আচরণ নিয়ে সমালোচনা করায় পাঁচ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

তারা তাদের সহকর্মীদের উদ্দেশে তিনটি দাবিসহ একটি খোলা চিঠি লিখেছিলেন। যেটি পছন্দ হয়নি ইলন মাস্কের।

ওই কর্মীদের বিরুদ্ধে কোম্পানির তথ্য প্রচারের অভিযোগও করা হয়েছে। 

খবরে আরো বলা হয়, কর্মী বরখাস্তের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রয়টার্সের অনুরোধ করলও সাড়া দেয়নি স্পেসএক্স।

উল্লেখ্য, টুইটার কেনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে ইলন মাস্কের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগও। যদিও এসব অভিযোগকে পাত্তা দিচ্ছেন না যুক্তরাষ্ট্রের খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ও বিশ্বের শীর্ষ ধনকুবের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫