Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৯:৫৬

পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন

পাকিস্তানের ইসলামাবাদ পিটিআই দলের নেতাকর্মীরা আন্দোলন করার সময় তোলা ছবি। ছবি: সংগৃহীত

পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকরা। রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে এ আন্দোলন করেছে পিটিআই দলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা।

গতকাল রবিবার (১৯ জুন) সন্ধ্যায় শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে আন্দোলনে যোগ দেয় তারা।

নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়লেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ এমন অভিযোগ করছেন ইমরান সমর্থকরা।

এদিকে, পাকিস্তানের জ্বালানি মন্ত্রী খুররাম দস্তাগীর অভিযোগ তুলেছেন, ক্ষমতায় থাকাকালে দেশের সব বিরোধী দলকে নিশ্চিহ্ন করে টানা ১৫ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত হওয়া ইমরান খান। নিজের পরিকল্পনায় ব্যর্থ হয়ে এখন তিনি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে পরাজিত করে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়। ইমরান খান বরাবরই একে ষড়যন্ত্র উল্লেখ করে নতুন করে নির্বাচনের আয়োজনের কথা বলে আসছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫