
ফাইল ছবি
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন নগরীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০।
আজ সোমবার (২০ জুন) নগরীর প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় ৯টা ৫মিনিটে ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, পুরো তাইওয়ানজুড়েই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের সময় তাইপে মেট্রো কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরো জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাতের প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দফা ভূমিকম্প আঘাত হানে।
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর ভূমিকম্প কেন্দ্রের প্রধান চেন কু-চাং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ভূমিকম্প আঘাত হানা এই এলাকায় ১৯৯০ সালের পর কেবলমাত্র দুইবার রিখটার স্কেলে ৬.০ মাত্রার ওপর এবং একবার ৬.০’ র কাছাকাছি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।’
এদিকে আবহাওয়া ব্যুরো জনিয়েছে, আগামী দুই দিনের মধ্যে রিখটার স্কেলে ৫.০ মাত্রার ওপরে আরো ভূমিকম্প আঘাত হানতে পারে। দুইটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে তাইওয়ানের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়শই ভূমিকম্প আঘাত হেনে থাকে।