Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার হুমকি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ১৮:৫৩

সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলার হুমকি

বাশার আল আসাদ। ফাইল ছবি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাসভবনে বোমা হামলার হুমকি দিয়েছে ইসরাইল।

ইসরাইল অভিযোগ করেছে দামেস্ক দিয়ে ইরানে অস্ত্রের চালান যাচ্ছে। ইরান তাদের এ ধরনের কর্মকাণ্ড যদি বন্ধ না করে তবে সিরিয়ার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালানো হবে।

সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম  আরব নিউজের এক প্রতিবেদনে আজ সোমবার (২০ জুন) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত শুক্রবার (১০ জুন) দামেস্ক বিমানবন্দরে ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ১ জন নিহত হন। এর কারণ হিসেবে তেলআবিব জানায়, ইরান দামেস্কের বিমানবন্দর দিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নেয়। ইরান তাদের ৭০ শতাংশ অস্ত্র দামেস্ক বিমানবন্দর দিয়ে আমদানি করছে বলে অভিযোগ করেছে ইসরাইল।  

তারা জানিয়েছে, ইরান ও সিরিয়ার এ প্রচেষ্টা বাধাগ্রস্ত করার জন্য বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলার মধ্য দিয়ে সিরিয়াকে সতর্ক করেছে ইসরাইল। 

তারা জানিয়েছে, ইরানে অস্ত্র পাঠানো বন্ধ না হলে পরে বাশারের বাসভবনে বোমা হামলা চালানো হবে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত সিরিয়া থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫