Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানের নানগারহারে বিস্ফোরণ, নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ২০:৩৩

আফগানিস্তানের নানগারহারে বিস্ফোরণ, নিহত ২

আফগানিস্তান নানগারহার প্রদেশের একটি বাজারে।

আফগানিস্তানের পূর্ব নানগারহার প্রদেশের একটি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুন) এ হামলা চালানো হয়। এ হামলায় ২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে। আফগানিস্তানের বার্তাসংস্থা পাঝহোক নিউজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।  

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) এক টুইট বার্তায় জানিয়েছে, দেশটির নানগারহার প্রদেশের একটি বাজারে আজ সকালের হামলা হয়েছে। হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।

যদিও তালেবান কর্মকর্তারা মানুষ নিহতের তথ্য অস্বীকার করেছে। তারা জানিয়েছে এ হামলায় মাত্র  ১০ জন আহত হয়েছেন। তবে হামলার লক্ষ্য স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি। নানগারহার প্রদেশের তালেবান প্রশাসনের মিডিয়া ও তথ্য প্রধান কুরাইশি বদলাউন বলেছেন, ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।  

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে দেশটিতে বোমা বিস্ফোরণ ও সহিংসতা ব্যাপক বেড়ে গেছে। আফগানিস্তানে বেশ কয়েকটি হামলার জন্য আইএস দায় স্বীকার করেছে। 

এদিকে কাবুলের গুরুদুয়ারায় (শিখ উপাসনালয়) হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। শনিবার (১৮ জুন) গুরুদুয়ারায় পূর্ণ্যার্থীদের ওপর এ হামলা চালানো হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫