Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মাঝ আকাশে ক্যাবল কারে আটকা ১১ যাত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ২২:২৪

মাঝ আকাশে ক্যাবল কারে আটকা ১১ যাত্রী

ছবি- সংগৃহীত

মধ্য আকাশে ক্যাবল কারে ১১ পর্যটক আটকা পড়েছেন। সোমবার (২০ জুন) ভারতের হিমাচল প্রদেশে এই ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, যাত্রীদের উদ্ধারে উদ্ধারকারী ট্রলি মোতায়েন করা হয়েছে। আটকা পড়া চারজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।

খবরে আরও বলা হয়, টিম্বার ট্রেল রোপওয়েতে আটকা পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। রোপওয়ের ট্রলিতে যারা আটকে পড়েছিলেন, তাদের মধ্যে নারীরাও ছিলেন। তাদের আগে উদ্ধার করা হয়।

টিম্বার ট্রেলের রোপওয়েটি যে জায়গায় আটকে পড়েছে, সেই জায়গাটি সমতল থেকে খুব বেশি উঁচুতে নয়। ফলে, ট্রলিতে আটকে থাকা পর্যটকদের উদ্ধারে খুব বেশি সমস্যা হচ্ছে না। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫