পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। ছবি- সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে নিজেদের বাড়ি থেকে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২০ জুন) মহারাষ্ট্রের সাংলি জেলার মহিসাল এলাকার এক বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মুম্বাই থেকে মহিসালের দূরত্ব ৩৫০ কিলোমিটারের বেশি। পুলিশের ধারণা, মৃত সবাই আত্মহত্যা করেছেন।
সাংলি পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, আমরা একটি বাড়িতে ৯টি মরদেহ পেয়েছি। এর মধ্যে তিনটি দেহ এক স্থানে পাওয়া যায়। বাকি ছয়টি বাড়ির অন্যান্য স্থানে পাওয়া যায়। খবর এনডিটিভির।
ঘটনাটি আত্মহত্যা কীনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করছে।
অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ধারণা করছেন এটি আত্মহত্যা জনিত ঘটনা এবং মৃতরা বিষাক্ত কিছু খেয়েছিল। তবে ময়নাতদন্তের পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।