Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মহারাষ্ট্রে এক পরিবারের ৯ সদস্যের মরদেহ উদ্ধার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ জুন ২০২২, ২৩:০৭

মহারাষ্ট্রে এক পরিবারের ৯ সদস্যের মরদেহ উদ্ধার

পুলিশ মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। ছবি- সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে নিজেদের বাড়ি থেকে একই পরিবারের ৯ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ জুন) মহারাষ্ট্রের সাংলি জেলার মহিসাল এলাকার এক বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। 

মুম্বাই থেকে মহিসালের দূরত্ব ৩৫০ কিলোমিটারের বেশি। পুলিশের ধারণা, মৃত সবাই আত্মহত্যা করেছেন। 

সাংলি পুলিশ সুপার দীক্ষিত গেদাম বলেন, আমরা একটি বাড়িতে ৯টি মরদেহ পেয়েছি। এর মধ্যে তিনটি দেহ এক স্থানে পাওয়া যায়। বাকি ছয়টি বাড়ির অন্যান্য স্থানে পাওয়া যায়। খবর এনডিটিভির। 

ঘটনাটি আত্মহত্যা কীনা জানতে চাইলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। 

অন্য এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তারা ধারণা করছেন এটি আত্মহত্যা জনিত ঘটনা এবং মৃতরা বিষাক্ত কিছু খেয়েছিল। তবে ময়নাতদন্তের পরই কেবল মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫