
প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলি। ফাইল ছবি
জর্জিয়া ন্যাটোতে যোগ দিতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাসভিলি।
আজ মঙ্গলবার (২১ জুন) কাতারে একটি অর্থনৈতিক সম্মেলনে জার্জিয়ার প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ইরাকলি গারিবাসভিলি বলেন, তার দেশ পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে সংকল্পবদ্ধ। তবে তার আগে রাশিয়ার সঙ্গে আঞ্চলিক সমস্যা সমাধান করতে হবে।
জর্জিয়ার উত্তরে রাশিয়া এবং দক্ষিণে তুরস্ক, আর্মেনিয়া এবং আজারবাইজান অবস্থিত। দেশটির বিচ্ছিন্ন অঞ্চল আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া আন্তর্জাতিকভাবে জর্জিয়ার অংশ বলে স্বীকৃত। যদিও রাশিয়াসহ কিছু দেশ ওই অঞ্চলগুলোকে স্বাধীন অঞ্চল বলে স্বীকৃতি দিয়েছে।