
পানামার রাষ্ট্রপতি লরেন্তিনো কর্টিজো। ফাইল ছবি
পানামার রাষ্ট্রপতি লরেন্তিনো কর্টিজো রক্তের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২১ জুন) তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
৬৯ বছর বয়সী লরেন্তিনো কর্টিজো আরো জানিয়েছেন, তিনি সুস্থ বোধ করছেন এবং ভালো আছেন। তিনি তার নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন।
টেলিভিশন বক্তৃতায় কর্টিজো জানান, গত মে মাসে রুটিন পরীক্ষার সময় চিকিৎসক তার রক্তের সমস্যা শনাক্ত করেন। তার রক্তে হিমোগ্লোবিন কমে গেছে এবং শ্বেত রক্তকণিকা বাড়ছে।
বিশেষজ্ঞরা পানামা রাষ্ট্রপতিকে বোন ম্যারো বায়োপসি করার পরামর্শ দিয়েছেন। তার রক্তের নমুনা যুক্তরাষ্ট্রের একটি ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রেসিডেন্টের রক্তে মিলোডিপ্লাস্টিক সিন্ড্রামের ‘অন্তবর্তীকালীন ঝুঁকি’ শনাক্ত হয়েছে। এ ধরনের ক্যান্সার লোহিত রক্তকণিকা তৈরিতে বাধা দেয়।
পানামার রাষ্ট্রপতি লরেন্তিনো কর্টিজো জানিয়েছেন, রোগ সম্পর্কে আরও বেশি করে জানার জন্য আগামী জুলাই মাসে তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টনে যাবেন। সূত্র : এএফপি