Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মালদ্বীপে ভারতীয় হাই কমিশনে হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২২, ২৩:৩২

মালদ্বীপে ভারতীয় হাই কমিশনে হামলা

মালদ্বীপে ভারতীয় হাই কমিশন। ছবি- সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালেতে ভারতীয় হাই কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে ও পিপার স্প্রে করেছে। 

আজ মঙ্গলবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানের আয়োজকদের এক জন জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মালের একটি স্টেডিয়ামে যোগব্যায়ামের ব্যবস্থা করা হয়েছিল। এতে দেড় শতাধিক মানুষ অংশ নেয়। এদের মধ্যে কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা ছিলেন। এক পর্যায়ে কিছু লোক সেখানে হামলা চালায়।

এর আগে বিক্ষোভকারীরা যোগব্যায়ামের বিরুদ্ধে প্ল্যাকার্ড বহন করেছিল। তাদের দাবি, যোগব্যায়াম ইসলামের নীতির পরিপন্থী।

পুলিশ সুপার ফাথমাথ নাশওয়া রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ দাঙ্গা বিরোধী ব্যবস্থা নিয়েছিল। ভীড় নিয়ন্ত্রণ করতে ও এলাকা সুরক্ষিত করতে পিপার স্প্রে এবং টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫