Logo
×

Follow Us

আন্তর্জাতিক

প্রেমিকের সাথে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৫:৫১

প্রেমিকের সাথে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

প্রতীকী ছবি

বিয়ের ১২ বছর কেটে গেলেও স্ত্রীর সাথে যুবকের বনিবনা হচ্ছিলো না। হঠাৎ তিনি বুঝতে পারেন তার স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। শেষ পর্যন্ত প্রেমিকের সাথে নিজের স্ত্রীর বিয়ে দিয়ে দিয়েছেন ওই তরুণ।

ভারতের আলিপুরদুয়ারে গত সোমবার (২০ জুন) এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০০৯ সালে ওই ফল ব্যবসায়ীর সাথে সেই তরুণীর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এভাবে এক যুগ পার হয়ে গেছে। এরইমধ্যে বছর খানেক ধরে শাঁখা-সিঁদুর পরা বন্ধ করে দেন ওই তরুণী। দিনের বেশির ভাগ সময় তিনি ব্যস্ত থাকতেন ফোনে। বিষয়টি প্রথমে তার স্বামীর নজরে আসে। পরে তিনি জানতে পারেন স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এরপর তাদের সংসারে নতুন করে অশান্তি শুরু হয়।

পরে ওই যুবক প্রেমিকের সাথে তার স্ত্রীর বিয়ের আয়োজন করেন। স্ত্রীর প্রেমিকের হাতে নিজের স্ত্রীকে তুলে দেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫