Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৮:৪৩

ইরানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

প্রতীকী ছবি

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। 

আজ শনিবার (২৫ জুন) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পারস্য উপসাগরীয় দ্বীপ কিশ এবং চারাক বন্দরের মধ্যবর্তী ৫৪.০৩ ডিগ্রী দ্রাঘিমাংশ এবং ২৬.৫২ ডিগ্রী অক্ষাংশের মধ্যে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। অতীতে দেশটি অনেক ভয়াবহ ভূমিকম্প প্রত্যক্ষ করেছে। 

২০১৩ সালে দক্ষিণপূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫