Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা ইসরায়েলের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২২, ২১:২৮

ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা ইসরায়েলের

গুলিবিদ্ধ হামেদকে ইসরায়েলি সেনারা ধরে নিয়ে যায়। ছবি- আল জাজিরা

ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনারা। ফিলিস্তিন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা আজ শনিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় রামাল্লার উত্তরপূর্ব সিলওয়াদ শহরের কাছে তাকে গুলি করে ইসরায়েলি সেনারা। পরে গুলিবিদ্ধ হামেদকে ইসরায়েলি সেনারা ধরে নিয়ে যায়। 

ওই তরুণের নাম মোহাম্মাদ আবদাল্লাহ হামেদ। 

ওয়াফার বরাতে আল-জাজিরা আরো জানায়, ধরে নিয়ে যাওয়ার পর ইসরায়েলের হেফাজতেই ওই তরুণের মৃত্যু হয়। শনিবার ইসরায়েলি সেনারা নিহতের মরদেহ ফিরিয়ে দেবে বলে ফিলিস্তিন প্রত্যাশা করছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকে পরিকল্পিত হত্যা হিসেবে অভিহিত করেছে।

এদিকে সিলওয়াদ শহরের মেয়র বলেছেন, এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাসিন্দারা সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শহরের একটি প্রধান সড়ক বরাবর পাথর নিক্ষেপকারী একদল ফিলিস্তিনির ওপর সেনারা গুলি চালিয়েছে। একজন গুলিবিদ্ধের বিষয়টি তারা নিশ্চিত করেছে। তবে তাদের বর্তমান অবস্থা এবং কোথায় আছেন তার বিস্তারিত কিছু ইসরায়েলি সেনারা বলেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫