
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি
ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আজ শনিবার (২৫ জুন) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ।
যদিও সেই সফরের দিন-তারিখ এখনও জানা যায়নি।
পুতিনের ইরান সফর এবং আস্তানা ফরম্যাটের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পেসকভ বলেন, তিনি (পুতিন) অবশ্যই নির্দিষ্ট সময়ে ইরান সফরে যাবেন। তবে সঠিক তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
এর আগে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান আশা প্রকাশ করেছেন, ইরান-রাশিয়া-তুরস্ক শীর্ষ সম্মেলন শেষ পর্যন্ত তেহরানে অনুষ্ঠিত হবে।
কোভিড-১৯ মহামারির আগেও এই ধরনের সভা করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপর থেকে অনুষ্ঠানটি অনেকবার স্থগিত করতে হয়েছে।