Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বেলারুশ থেকে ইউক্রেনে হামলা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২২, ২৩:২৪

বেলারুশ থেকে ইউক্রেনে হামলা

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ছবি- বিবিসি

প্রতিবেশী বেলারুশ থেকে ইউক্রেনে বোমা হামলা শুরু হয়েছে।

আজ শনিবার (২৫ জুন) থেকে এই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ড জানিয়েছে, উত্তরের চেরেঙ্গিভ অঞ্চলের ডেসনা গ্রামে ২০টি রকেট হামলা হয়েছে। এতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। মস্কোর অনুগত হিসেবে পরিচিত বেলারুশ সরকার যুদ্ধের পর থেকে রাশিয়াকে সরঞ্জাম সহযোগিতা দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি দেশটি।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলেছে, ‘আজকের হামলা সরাসরি ইউক্রেনের যুদ্ধে বেলারুশকে সহযোদ্ধা হিসেবে টেনে আনার ক্রেমলিনের প্রচেষ্টার সাথে সংশ্লিষ্ট।’

শনিবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট ও ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা। এর আগেই এই হামলার ঘটনা ঘটলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫