Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১১৮

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৬:১৭

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ১১৮

আসাম ও মেঘালয় রাজ্যে এখনো বন্যার পানি নেমে যায়নি। ফাইল ছবি

বন্যার পানি কমতে থাকলেও দুর্যোগের ভয়াবহতা কাটেনি ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে। আসামে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে। গেলো ২৪ ঘণ্টায়ও কমপক্ষে ১০ বাসিন্দার মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৬ জুন) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ২৮টি জেলায় এখনও পানিবন্দি ৩৩ লাখের বেশি অধিবাসী। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরপেটা জেলার পৌনে ৯ লাখ মানুষ। ব্রহ্মপুত্রের কিছু পয়েন্টে পানি কমলেও, বিপৎসীমার ওপরে বইছে কপিলি নদীর পানি।

এদিকে, শিলচর শহরটি ৬দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ ও পানিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ৩ লাখের বেশি মানুষ। ভারতীয় বিমান বাহিনীর সহায়তায় সেখানে পৌঁছানো হচ্ছে শুকনো খাবার, সুপেয় পানি আর ওষুধের মতো প্রয়োজনীয় ত্রাণ। 

এদিকে, মেঘালয় রাজ্যেও চলমান বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫