Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মোবাইল ইন্টারনেট গতিতে কুয়েত বিশ্বে ৫ম

Icon

আবু বক্কর সিদ্দিক পাভেল, কুয়েত থেকে

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১৮:৪০

মোবাইল ইন্টারনেট গতিতে কুয়েত বিশ্বে ৫ম

ফাইল ছবি

"স্পিড টেস্ট" সূচকে মে মাসের মোবাইল ইন্টারনেটের গতির পরিপ্রেক্ষিতে কুয়েত বিশ্বে পঞ্চম এবং উপসাগরীয় অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের পরে তৃতীয় স্থানে রয়েছে, যা বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা  কাতারের পরে। খবর দৈনিক আল-রাই পত্রিকার।

স্থির ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে কুয়েত উপসাগরীয় অঞ্চলে দ্বিতীয় এবং বিশ্বে ২২তম স্থানে রয়েছে। কুয়েতে মোবাইল ইন্টারনেট ডাউনলোডের গতি ছিল ১০৪.৪৭ এমবি ​​প্রতি সেকেন্ড এবং ১০৫.০৭ এমবি প্রতি সেকেন্ডে স্থির ব্রডব্যান্ড ইন্টারনেট ডাউনলোডের গতি।

এছাড়াও, কুয়েতে মোবাইল ইন্টারনেট ডাউনলোডের গতি ২২.৪০ এমবিপিএস এবং স্থির ব্রডব্যান্ডের জন্য ২৬.৩৩ এমবিপিএস এ পৌঁছেছে। মে মাসের গ্লোবাল স্পিড টেস্ট সূচক অনুসারে, নরওয়ে এবং সিঙ্গাপুর বিশ্বব্যাপী মোবাইল গতির ক্ষেত্রে শীর্ষে রয়েছে ১২৯.৪০ এমবিপিএস এর গড় ডাউনলোড গতি এবং ২০৯.২১ এমবিপিএস এর নির্দিষ্ট ব্রডব্যান্ড গতি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫