Logo
×

Follow Us

আন্তর্জাতিক

‘প্রভাবশালী কমান্ডারকে’ সরিয়ে দিল ইরান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জুন ২০২২, ২১:৪৬

‘প্রভাবশালী কমান্ডারকে’ সরিয়ে দিল ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি- পার্সটুডে

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) ‘ভালি আমার’ নামে একটি ইউনিটের কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৬ জুন) এ ইউনিটে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে দেশটি। 

যে ইউনিটের কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে সে ইউনিটটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তার দায়িত্ব পালন করে।

মাত্র কয়েকদিন আগে রেভ্যুলেশনারী গার্ড তাদের প্রধান গোয়েন্দা প্রধানের পদে রদবদল আনে। 

রেভ্যুলেশনারী গার্ডের মুখপাত্র রামেজান শরীফ এ ব্যাপারে বলেছেন, রেভ্যুলেশনারী গার্ডের প্রধান কমান্ডার হোসেন সালামি ‘ভালি আমার’ ইউনিটের নতুন কমান্ডার হিসেবে হাসান মাশরোফিয়ারকে নিয়োগ দিয়েছেন। 

হাসান মাশরোফিয়ার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তিনি দায়িত্ব নিয়েছেন সাবেক কমান্ডার ইব্রাহিম জাব্বারির স্থলে। ইব্রাহিম জাব্বারি ২০১০ সাল থেকে এ ইউনিটের দায়িত্বে ছিলেন। 

এর আগে প্রধান গোয়েন্দা কর্মকর্তা হোসেইন তাইবকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়। তাইবকে সরিয়ে দেওয়ার বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

তাইব এবং ইব্রাহিম জাব্বার দুইজনই এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। 

গত কয়েকদিনে রেভ্যুলেশনারী গার্ডের বেশ কয়েকজন সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটার পর তাদের সরিয়ে দেওয়া হয়। 

সদ্যই পদ হারানো ইব্রাহিত জাব্বার ২০০৯ সালে তাইয়ের ডেপুটি হিসেবে কাজ করেন। সূত্র : আল আরাবিয়া

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫