ফেরিটিতে ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী ছিল। ছবি- সংগৃহীত
ফিলিপাইনে যাত্রীবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ফেরিতে ১৬৫ জন যাত্রী ছিল। এরমধ্যে দুজন ছাড়া বাকি সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
আজ রবিবার (২৬ জুন) ফিলিপাইন কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে। ফেরিটি মামা মেরি-ক্লো বোহল ও লেইতে দ্বীপের মধ্য দিয়ে যাত্রা করেছিল।
ফেসবুকে পোস্ট করা কোস্ট গার্ডের একটি ভিডিওতে লেইতে হিলঙ্গোসে উপকূলে বেঁচে যাওয়া ১৫৭ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে একটি নৌযানকে বোহোলের দিকে রওনা হতে দেখা গেছে।
স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন ধরার সঙ্গে সঙ্গে ফেরি থেকে কিছু শিশু লাফ দিয়ে পড়েছিল।
একটি ইউটিউব ভিডিওতে দেখা গেছে, ফেরিটিতে আগুন জ্বলছে এবং ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এসময় অনেককে পানিতে ভাসতে দেখা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখনও অগ্নিকাণ্ডের কারণ জানেন না। তবে ফেরিটিতে ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী ছিল।
কোস্ট গার্ড বলেছে, ‘ঘটনার সময় আশেপাশে নৌকা থাকায় ক্রু ও যাত্রীদের দ্রুত উদ্ধার সম্ভব হয়।’