Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুন ২০২২, ১৯:৫৫

সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রতীকী ছবি

ভারতের বিরোধী দল কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

গতকাল সোমবার (২৭ জুন) দিল্লি পুলিশ মাধবনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি। মাধবন বলেছেন,  রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার  ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে এ মিথ্যা মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

দিল্লির দ্বারকার উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেন, ২৫ জুন উত্তমনগর থানায় অভিযোগ আসে। ২৬ বছর বয়সি এক নারী অভিযোগ করেছেন, মাধবন তাকে চাকরির প্রস্তাব দেন। এর পর তাকে পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন। মামলার আসামি ভারতের একজন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছেন।এ অভিযোগের তদন্ত করছে তদন্ত করছে পুলিশ।

তবে এম হর্ষবর্ধন এ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার নাম উচ্চারণ করেননি। তবে দিল্লি পুলিশের কর্মকর্তারা নিশ্চিত কোড়ে জানিয়েছেন,  সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব মাধবনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫