‘আফগানিস্তানকে কেবল রক্তপাত ও ধ্বংসযজ্ঞ উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২২, ০৯:১৩

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি ও পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের বৈঠক। ছবি: রেডিও তেহরান
আফগানিস্তানে দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের উপস্থিতি দেশটিকে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।
তেহরান সফররত পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা গতকাল মঙ্গলবার (২৮ জুন) ইরানের প্রেসিডেন্ট রাইসির সাথে তার দপ্তরে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান তালেবান সরকারের উচিত আফগানিস্তানে এমন একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করা যেখানে সেদেশের সকল জাতিগোষ্ঠীর উপস্থিতি এবং দেশের উন্নতি ও অগ্রগতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
এসময় ইরান-পাকিস্তান সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য পাকিস্তানের সরকার ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
রাইসি বলেন, ইরান ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতার মাধ্যমে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তিনি সন্তুষ্ট।
সাক্ষাতে পাকিস্তানি জেনারেল তার দেশকে ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, গত এক মাসে পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ইরান সফর প্রমাণ করে, ইসলামাবাদ তেহরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায়।
এর আগে গতমাসে পাকিস্তানের নয়া পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে টেলিফোন করেছিলেন। ওই ফোনালাপে ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন বিলওয়াল। তিনি বিশেষ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: রেডিও তেহরান