Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মক্কায় হাজি পরিবহন করবেন নারীরা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ০০:৫৮

মক্কায় হাজি পরিবহন করবেন নারীরা

বিনান বাসনান (বাঁয়ে), মেরভাত হাভাব ও খাদিজাহ ফিদা। ছবি- সংগৃহীত

পবিত্র হজে হাজিদের যাতায়াত ব্যবস্থায় নিয়োজিত জেনারেল কার সিন্ডিকেটে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

৯০ বছর আগে চালু হওয়া প্রতিষ্ঠানটিতে এই প্রথম নারীদের নিয়োগ দেওয়া হলো। 

গতকাল সোমবার (৪ জুলাই) আরব নিউজের প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিছু কোম্পানির মাধ্যমে হজ পালনকারীদের গোটা পরিবহণ ব্যবস্থা পরিচালনা করে জেনারেল কার সিন্ডিকেট।

নিয়োগপ্রাপ্ত নারীরা হলেন সিন্ডিকেটের কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট বিনান বাসনান ও ওমেরভাত হাভাব এবং সাংবাদিক কাম কন্টেন্ট ক্রিয়েটর খাদিজাহ ফিদা।

আরব নিউজকে খাদিজাহ ফিদা বলেন, ‘হজের নানাবিধ কার্যক্রমে কয়েক দশক ধরেই সৌদি আরবে নারীরা সহযোগী হিসেবে কর্মরত রয়েছে। আমি আমার বাবা, ভাই এবং আমার স্বামীকে এই খাতে কাজ করতে দেখি। আজ আমিও এর অংশ হলাম। আমাদের দেশের নেতৃত্বের কারণে নারীর এই অংশগ্রহণ বিশেষ করে সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ সম্ভব হয়েছে। এগুলো সৌদি ভিশন ২০৩০ অর্জনে সহযোগী ভূমিকা রাখবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫