যৌক্তিক কারণ দেখাতে পারলে বাইকারদের ছেড়ে দেবে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৮:০৩
রাজধানীর উত্তরা থেকে তোলা ছবি। ছবি: সংগৃহীত
ঈদযাত্রায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে মহাসড়কে বাইকারদের ছেড়ে দেবে পুলিশ। নিজ মোটরসাইকেলে পরিবারের সদস্যদের সাথে নিয়েও বাড়ি যেতে পারবেন বাইকাররা।
গতকাল বুধবার (৬ জুলাই) পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় মোটরসাইকেল চলাচলের বিধিনিষেধের বিষয়ে এ তথ্য জানানো হয়েছে।
সভায় ঈদযাত্রায় বিআরটিএ মোটরসাইকেল চলাচলে যে বিধিনিষেধ দিয়েছে তা বাস্তব সম্মত নয় বলেও মনে করছেন তারা। যার ফলে জনরোষ তৈরি হবে বলে মনে করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান, ঈদে শত শত মানুষ মোটরসাইকেল নিয়ে বাড়ি যায়। পুলিশ কীভাবে তাদের ঠেকাবে। এটি বাস্তব সম্মত নয়। তাদের এ সিদ্ধান্ত জনরোষ তৈরি করবে। তাই বাড়ি যাওয়ার যৌক্তিক কারণ দেখাতে পারলে বাইকারদের ছেড়ে দেবে পুলিশ।
উল্লেখ্য গত রবিবার (৩ জুলাই) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, ৭ থেকে ১৩ জুলাই এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিংও।
এ ঘোষণার কয়েক দিনের মাথায় গতকাল বুধবার নৌপথেও মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
