ভারত-চীনের কাছে রাশিয়ার ২৪০০ কোটি ডলারের জ্বালানি বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ১৫:০৪

ছবিতে রাশিয়ার একটি তেলক্ষেত্র। ছবি: এএফপি
চীন ও ভারতের কাছে জ্বালানি বিক্রি করে মাত্র তিন মাসে ২,৪০০ কোটি ডলার আয় করেছে রাশিয়া। ইউক্রেনে অভিযান শুরুর পর তিন মাসে এ আয় করেছে দেশটি।
গত মার্চ থেকে মে মাস পর্যন্ত তিন মাসে রাশিয়ার কাছ থেকে এক হাজার ৮৯০ কোটি ডলার মূল্যের তেল, গ্যাস ও কয়লা কিনেছে চীন। একই সময়ে রাশিয়ার কাছ থেকে ৫১০ কোটি ডলার মূল্যের জ্বালানি পণ্য কিনেছে ভারত।
২০২১ সালের মার্চ থেকে মে মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে এই দুই দেশ থেকে রাশিয়া অতিরিক্ত এক হাজার ৩০০ কোটি ডলার রাজস্ব পেয়েছে। আমেরিকাসহ বেশ কিছু দেশ মস্কোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া যে ক্ষতির সম্মুখীন হয়েছে, তা কাটিয়ে উঠতে অতিরিক্ত এ রাজস্ব ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, রাশিয়া থেকে জাহাজে করে আটলান্টিকের বাইরে যে পণ্যগুলো যাচ্ছে, তার প্রধান ক্রেতা ভারত। ইউরোপ এসব পণ্য এখন আর নিতে চায় না।
অন্যদিকে, চীনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক রয়েছে। মূল্যহ্রাস ও স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধের সুযোগ দিয়ে এই দুই দেশের সাথে বাণিজ্য সম্পর্ক চলতি বছরে আরো শক্তিশালী করেছে মস্কো।
সূত্র: রেডিও তেহরান