ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। ছবি: রয়টার্স
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগ করেছেন। জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহারের কয়েক ঘণ্টা পরই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মারিও দ্রাঘি।
আজ শুক্রবার (১৫ জুলাই) দেশের প্রেসিডেন্টের কাছে তিনি তার পদত্যাগপত্র হস্তান্তর করেছেন।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।
এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।
তবে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগপত্র জমা দেওয়ার পর এখনো তা গ্রহণ করেননি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট ইতালির করোনা পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। একারণে মারিও দ্রাঘি জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় যথেষ্ট কাজ করছেন না বলে অভিযোগ তুলেছেন তার নিজের জোটের নেতারাই।
এদিকে, শ্রীলঙ্কার জনসাধারণের দাবি মেনে নিয়ে গতকাল বৃহস্পতিবার গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাড়িঁয়েছেন। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র ইমেইলে দেশের স্পিকারের কাছে পাঠিয়েছেন।
