Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গ্রিসে বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ১৫:১৬

গ্রিসে বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন

গ্রিসে বিধ্বস্ত বিমান। ছবি: আল জাজিরা

গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানটির আট আরোহীর কেউই বেঁচে নেই। আজ রবিবার সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নেবোজসা স্টেফানোভিচের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গ্রিসের উত্তরাঞ্চলীয় কাভালা শহরে স্থানীয় সময় গতকাল শনিবার (১৬ জুলাই) বিধ্বস্ত হয় ওই বিমানটি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নেবোজসা স্টেফানোভিচ বলেছেন, বিমানটি অস্ত্র ও বিস্ফোরক নিয়ে যাচ্ছিল। গ্রিসে বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই মারা যান।

ওই বিমানটি ইউক্রেনভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিমানটি সার্বিয়া থেকে জর্ডানে যাচ্ছিল।

গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি তাৎক্ষণিকভাবে জানায়, কার্গো বিমানটিতে সব মিলিয়ে ১২ টনের মতো মালামাল ছিল।

বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়ায় পাইলট এটিকে কাভালা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর রানওয়েতে যেতে পারেননি তিনি।

নানা মাধ্যমে ছড়িয়ে ভিডিও ফুটেজে বিমানটিকে বিধ্বস্ত হতে দেখা গেছে। এতে দেখা যায়, মাটিতে পড়ে যাওয়ার পর কার্গোটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বিস্ফোরণের ঘটনাও ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় সময় গতকাল রাত পৌনে ১১টার দিকে বিকট শব্দে শুনে বাইরে এসে দেখি বিমানটি আগুনে পুড়ছে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

স্থানীয় একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি অগ্নিনির্বাপক গাড়ি দুর্ঘটনাস্থলে নেওয়া হয়। তবে বিস্ফোরণের কারণে সেখানে গাড়িগুলো পৌঁছাতে বেগ পেতে হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫