Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Icon

ডেস্ক রিপোট

প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১২:৩১

ভারতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

যশবন্ত সিনহা ও দ্রৌপদী মুর্মু। ছবি: সংগৃহীত

ভারতের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ সোমবার (১৮ জুলাই) অনুষ্ঠিত এই নির্বাচনে লড়ছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী দলের যশবন্ত সিনহা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী ২১ জুলাই ভোট গণনা হবে। নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই। 

প্রেসিডেন্ট নির্বাচনে ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেবেন। বিজেপি মনে করছে, ক্ষমতাসীন দলের নির্বাচিত প্রতিনিধি দ্রৌপদী মুর্মু অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। 

অন্যদিকে, তৃণমূল জানিয়েছে বিরোধী দলগুলোর প্রেসিডেন্ট পদপ্রার্থী যশবন্ত সিনহা যেন বিরোধীদের সব ভোট পান সেই ব্যবস্থা করেছেন তারা। 

উল্লেখ্য, ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয় না। সংসদ সদস্য ও বিধায়করা ভোট দেন ব্যালটে। জানান তাদের প্রথম ও দ্বিতীয় পছন্দ। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫