
সাইবেরিয়ার একটি গ্যাস ফিল্ড। ছবি: রয়টার্স
আবারো ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দেবে বলে জানিয়েছে রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম। সংস্থাটি জানিয়েছে, নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের টারবাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামীকাল বুধবার (২৭ জুলাই) থেকে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে ২০ শতাংশে আনা হবে।
এদিকে, রাশিয়ার এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে জার্মানি। তাদের অভিযোগ, পাইপলাইন মেরামত নয়, গ্যাস নিয়ে পুতিন ইউরোপের সাথে নোংরা খেলায় মেতে উঠেছেন।
জ্বালানি সংকটে নাকাল জার্মানিসহ পুরো ইউরোপ। এমনকি ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্দস্ট্রিম ১ এর গতিপ্রকৃতিও।
রক্ষণাবেক্ষণের পর পুনরায় গ্যাস সরবরাহ শুরু করার এক সপ্তাহ না যেতেই আগামীকাল বুধবার থেকে আবারো পাইপলাইন মেরামত, টারবাইন বদল ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে রাশিয়া।
এ সিদ্ধান্তের ফলে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারো গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়টি স্বীকার করে নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে।