Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভিসার মেয়াদ বাড়ল রাজাপাকসের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২২, ২১:৫৫

ভিসার মেয়াদ বাড়ল রাজাপাকসের

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ফাইল ছবি

সিঙ্গাপুরে আরো ১৪ দিন থাকার অনুমতি পেয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

আজ বুধবার (২৭ জুলাই) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ আগে মালদ্বীপ থেকে স্বল্পমেয়াদী ভিসা নিয়ে রাজাপাকসে সিঙ্গাপুরে এসেছিলেন। তার ভিসার মেয়াদ আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। 

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজাপাকসে আশ্রয়ের কোনো আবেদন করেননি এবং তাকে সিঙ্গাপুর সরকার রাজনৈতিক আশ্রয়ও দেয়নি।

ব্যাপক বিক্ষোভের মুখে ১৩ জুলাই দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন গোটাবায়া। পরের তিনি সেখান থেকে সিঙ্গাপুরে চলে যান। ১৫ জুলাই ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫