Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ফের চীনের উহানে লকডাউন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৪:৩৯

ফের চীনের উহানে লকডাউন

চীনের উহান শহর থেকে তোলা ছবি। ছবি: সিএনএন

চীনের উহানে ফের লকডাউন দেওয়া হয়েছে। এই শহর থেকেই পুরো বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। 

গতকাল বুধবার (২৭ জুলাই) শহরটিতে চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত করার পরই সেখানে ফের লকডাউন দেওয়া হয়। এতে শহরটির অন্তত ১০ লাখ মানুষ কঠোর বিধিনিষেধের মধ্যে পড়েছেন।

চীনা সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াংজিয়া প্রদেশে গতকাল বুধবার থেকে লকডাউন দিয়েছে চীন সরকার।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই দিন আগে করোনার নিয়মিত পরীক্ষায় দুই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ‘কন্টাক্ট ট্রেসিংয়ের’ মাধ্যমে আরো দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর কিছুক্ষণ পর লকডাউনের আদেশ জারি করা হয়।

এর আগে চীনের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত সাংহাইয়ে লকডাউন জারি করেছিল চীন সরকার। দুই মাসের কঠোর লকডাউনের পর গত মাসে সাংহাই থেকে লকডাউন তুলে নেওয়া হয়। এরপর উহানে লকডাউন জারি করা হলো।

প্রসঙ্গত, চীনের উহান থেকে করোনার উৎপত্তি। ২০১৯ সালের ডিসেম্বরে এই শহর থেকেই করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। তবে চীন শুরু থেকেই কঠোর নীতির কারণে করোনা মহামারি প্রতিরোধে অনেকটা সফল হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫