
ইন্ডিগোর বিমান | ছবি : সংগৃহীত
যাত্রীবাহী বিমানটি আকাশে উড্ডয়নের আগেই রানওয়েতে পিছলে গেল চাকা। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের যোরহাট বিমানবন্দরে। এ ঘটনার সময় বিমানে ৯৮ জন যাত্রী ছিলেন। তবে তারা সবাই অক্ষত রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী বিমানটির চাকা পিছলে গিয়ে রানওয়ের পাশের জমির কাদায় গেঁথে যায়।
এ ঘটনার জেরে বাতিল করা হয় কলকাতাগামী ৬এফ-৭৫৭ ফ্লাইটটি। সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণে এমন হয়ে থাকতে পারে। তবে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।
এয়ারলাইনস জানিয়েছে, নিয়ম অনুযায়ী রানওয়েতে ঘোরার সময় বিমানের দুটি চাকা পিছলে যায়। রানওয়ের পাশের একটি মাঠে কাদায় আটকে যায় চাকা। এরফলে চাকা বার করার চেষ্টা করলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে হইচই শুরু হতেই নিরাপদে যাত্রীদের বের করে নিয়ে যাওয়া হয়।
একজন স্থানীয় সাংবাদিক টুইটারে একটি ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে, রানওয়ে থেকে ছিটকে গিয়েছে বিমানটি। এবং নরম ঘাসের আউটফিল্ডে এক জোড়া চাকা আটকে রয়েছে।
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, ঘটনার কারণে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার কলকাতাগামী ওই ফ্লাইট বাতিল করা হয়। যোরহাট বিমানবন্দরের ঘটনায় কোনো বিমানকর্মীর আঘাত লাগেনি। সূত্র: এনডিটিভি।