Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তাইওয়ান নিয়ে যা ভাবছে চীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৮:৩৩

তাইওয়ান নিয়ে যা ভাবছে চীন

চীনের যুদ্ধ জাহাজ। ছবি: এএফপি

তাইওয়ানে এখনই কোনো হামলা করতে চাচ্ছে না চীন। তবে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি নিয়ে দেশটি যেকোনো কিছুই করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ানের কপারে যে ইউক্রেনের মতো পরিস্থিতি নেই সেই বিষয়টি উড়িয়ে দেওয়া যাবে না। এই উত্তপ্ত পরিস্থিতিতে তাইওয়ানকে ঘিরে নতুন করে সামরিক মহড়া করার ঘোষণা দিয়েছে চীন। 

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে গত সপ্তাহে শুরু করা এ যাবৎকালের বৃহত্তম সামরিক মহড়া সূচি অনুযায়ী গত রবিবার (৭ আগস্ট) শেষ হয়। এক দিনের মাথায় গতকাল সোমবার (৮ আগস্ট) নতুন মহড়ার ঘোষণা দেয় চীন।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, তারা সাবমেরিনবিরোধী ও সামুদ্রিক হামলা অভিযান মোকাবিলায় সর্বাত্মক মহড়া পরিচালনা করবে। কিছু নিরাপত্তা বিশ্লেষক ও কূটনীতিক আশঙ্কা করছিলেন, বেইজিং তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর ওপর চাপ বজায় রাখা চালিয়ে যেতে পারে; এখন চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের ঘোষণায় সেটিই নিশ্চিত হলো।

গত সপ্তাহে পেলোসির তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন। স্বশাসিত এ দ্বীপটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং। পেলোসির সফরের জবাবে প্রথমবারের মতো তাইওয়ানের রাজধানী তাইপের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা, পাশাপাশি ওয়াশিংটনের সাথে কিছু সংলাপ-সহযোগিতাও বন্ধ করে দেয়। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘোষিত নতুন মহড়ার মেয়াদ ও সুনির্দিষ্ট স্থান এখনও জানা যায়নি, কিন্তু তাইওয়ান তাদের দ্বীপকে ঘিরে চীনের আগের সামরিক মহড়ার ছয়টি এলাকার কাছাকাছি ফ্লাইট চলাচলে আরোপ করা বিধিনিষেধ ইতোমধ্যে শিথিল করেছে।

সোমবার চীনের সর্বশেষ মহড়ার ঘোষণা আসার কিছুক্ষণ আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানেডিনসের সফররত প্রধানমন্ত্রী র‌্যালফ গনসালভেসের সাথে সাক্ষাৎ করেন। চীনের সামরিক চাপ সত্ত্বেও গনসালভেস তাইওয়ান সফরে যাওয়ায় তিনি ‘আলোড়িত’ হয়েছেন বলে জানান সাই।

রবিবার শেষ হওয়া চার দিনের সামরিক মহড়া চলাকালে চীন ১১টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, এর পাশাপাশি তাদের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন তাইওয়ানে চারপাশে ব্যাপকভাবে ঘোরাফেরা করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫