ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ০৯:৫৬

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ফ্লোরিডায় তার বাড়িতে তদন্ত সংস্থা এফবিআই তল্লাশি চালাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার (৮ আগস্ট) ফ্লোরিডায় তল্লাশির সময় ট্রাম্প নিউইয়র্কে ‘ট্রাম্প টাওয়ার’-এ ছিলেন।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট তার বাড়িতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে পারেন এমন ঘটনার তদন্তে এফবিআইয়ের সদস্যরা ‘সার্চ ওয়ারেন্ট’ নিয়ে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে যান।