Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দুই বছর পর ফের ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানে নামলো তুর্কিয়ে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২, ১৫:৩৪

দুই বছর পর ফের ভূমধ্যসাগরে গ্যাস অনুসন্ধানে নামলো তুর্কিয়ে

তুরস্কের নতুন ড্রিল জাহাজ আব্দুল হামিদ হান। ছবি: রেডিও তেহরান

তুর্কিয়ে ফের পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করেছে। গ্যাস অনুসন্ধানের বিষয়ে গ্রিস ও সাইপ্রাসের সাথে বিতর্কের জেরে দুই বছর তুর্কিয়ের তৎপরতা বন্ধ ছিলো। নতুন করে বিতর্কিত পানিসীমায় গ্যাস অনুসন্ধানের কর্মকাণ্ড শুরুর ফলে আবার আঞ্চলিক উত্তেজনা দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (৯ আগস্ট) তুর্কিয়ের নতুন ড্রিল জাহাজ আব্দুল হামিদ হান পূর্ব ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। 

তুর্কিয়ের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশের উপকূলের ভূখণ্ড থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরবর্তী এলাকা পর্যন্ত গ্যাস অনুসন্ধান চালাবে এই জাহাজ যা তুর্কিয়ের সার্বভৌম ভূখণ্ড।

নতুন জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান জোর দিয়ে বলেন, ভূমধ্য সাগরের যে এলাকায় আমরা গ্যাস অনুসন্ধানের কাজ করছি সেটি আমাদের সার্বভৌম ভূখণ্ড। এজন্য কারোর কোনো অনুমতি বা মতামত নেওয়ার প্রয়োজন নেই।

পূর্ব ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাসের বিরাট মজুদ রয়েছে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সৃষ্টির পর পূর্ব ভূমধ্যসাগর জ্বালানিকেন্দ্রিক দ্বন্দ্বের বৃহৎ ক্ষেত্র হয়ে উঠতে পারে এই কার্যক্রম।

সূত্র: রেডিও তেহরান

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫