Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কাশ্মীরে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১৫:১৮

কাশ্মীরে সামরিক ঘাঁটিতে হামলা, নিহত ৫

হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: এএফপি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে তিন ভারতীয় সেনাসহ পাঁচজন নিহত ও দুজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে কাশ্মীরের রাজৌরিতে একটি সেনাশিবিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুজন বন্দুকধারী এই হামলা চালান। হামলাকারীদের হত্যা করা হয়েছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের কোনো সেনাঘাঁটিতে এটিই প্রথম বড় কোনো হামলা। প্রতিবেদনে এই হামলাকে আত্মঘাতী হামলা বলেও দাবি করা হয়েছে।

কাশ্মীর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং বলেছেন, ‘কেউ পারগালে সেনাক্যাম্পের বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিল। এক সেনা সদস্য সেসময় তাদের চ্যালেঞ্জ করে এবং এরই একপর্যায়ে গুলি বিনিময় হয়।’

পুলিশ জানিয়েছে, এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে।

এর আগে, ২০১৬ সালে একই ধরনের সন্ত্রাসী হামলায় কাশ্মীরের উড়িতে কমপক্ষে ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫