Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গির্জায় আগুন লেগে ৪১ জনের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২, ১৭:৩৫

গির্জায় আগুন লেগে ৪১ জনের মৃত্যু

আগুনে পুড়ে যাওয়া সেন্ট আবু সেফেইন চার্চ। ছবি: সংগৃহীত

মিসরে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। আজ রবিবার (১৪ আগস্ট) দেশটির গিজা অঞ্চলের ইমবাবা জেলার সেন্ট আবু সেফেইন চার্চে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আল-জাজিরা জানায়, গির্জায় অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ৪৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে। পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

উচ্চ তাপমাত্রা এবং গির্জার অভ্যন্তরে থাকা প্রচুর পরিমাণে কাঠের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়।

এদিকে আগুন ছড়িয়ে পড়লে ভয়ে লোকজন ছোটাছুটি করতে শুরু করলে পদদলিত হওয়ার ঘটনাও ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, গির্জার ভেতরে একটি প্রি-স্কুল থাকায় নিহতদের মধ্যে অনেকেই শিশু বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫