Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দেশে ফিরছেন শ্রীলঙ্কার পলাতক সাবেক প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ২১:৫০

দেশে ফিরছেন শ্রীলঙ্কার পলাতক সাবেক প্রেসিডেন্ট

গোতাবায়া রাজাপাকসে

দুর্নীতির নানা অভিযোগে গত মে মাসে দেশ থেকে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরছেন। আগামী ২৪ আগস্ট থাইল্যান্ড থেকে কলম্বোতে ফেরার কথা রয়েছে তার।

বুধবার (১৭ আগস্ট) দেশটির সাবেক একজন রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যম নিউজফার্স্টের বরাত দিয়ে এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী সপ্তাহে দেশে ফিরছেনএমন তথ্য দেন রাশিয়ায় নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত উদয়ঙ্গা বীরাতুঙ্গা।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে। এরপর তিনি ইমেইলে মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বর্তমানে বিশ্বব্যাংক, আইএমএফ ও বিভিন্ন দেশের কাছে ঋণ রয়েছে ৫১০ কোটি ডলার। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে যাওয়ায় গত মাসের শরুতে নিজেদের দেউলিয়া ঘোষণা করেন দেশটি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫