ইরানের ৫১ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৭

ইরানের সামরিক মহড়ায় ড্রোন। ছবি: রয়টার্স
ইরানের ৫১ শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণ ঠেকাতে এ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সেসব শহরে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মেহেদি ফারাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সফটওয়ারের মাধ্যমে বহিঃশত্রুর হুমকির ধরণ ও ঝুঁকি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে। বর্তমানে যুদ্ধকৌশল বদলে গেছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এখন সাইবার অ্যাটাক, বায়োলজিক্যাল ও রেডিওঅ্যাকটিভ হামলার যুগ। গতানুগতিক যুদ্ধের দিন শেষ।’
তবে ইরানের জন্য হুমকি এমন কোনো দেশের নাম তিনি উল্লেখ করেনি।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রহিমজাদেহ বলেন, ‘আগের যেকোনো সময়ের তুলনায় আমাদের আকাশ এখন লাইসেন্সপ্রাপ্ত উড়োজাহাজগুলোর জন্য বেশি নিরাপদ। আর হামলাকারীদের জন্য ভয়ঙ্কর।’
ইরানে সাইবার অ্যাটাকের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। এছাড়াও, তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটির পরমাণু গবেষণা কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান সরকার।
ইসরায়েল এসব হামলার দায় স্বীকার বা অস্বীকার করেনি।
সূত্র: রয়টার্স