Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সিরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কলেরা, ২৯ জনের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫১

সিরিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কলেরা, ২৯ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

সিরিয়ার বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী কলেরা। জাতিসংঘ বলছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে গত কয়েক বছরের মধ্যে এটিই কলেরার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, গত মাসে প্রথম প্রাদুর্ভাব রেকর্ড করার পর থেকে র‌্যাপিড অ্যাসেসমেন্ট টেস্টে ৩৩৮ জনের কলেরা শনাক্ত হয়েছে। তারা জানিয়েছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলে।

আলেপ্পো প্রদেশে এ পর্যন্ত ২৩০ জনের কলেরা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৫ জন। চলতি মাসে জাতিসংঘ জানায়, প্রাদুর্ভাবটি দূষিত পানি ব্যবহার করে ফসলের সেচ এবং ইউফ্রেতিস নদীর অনিরাপদ পানি পান করার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে। নদীটি সিরিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে।

জাতিসংঘ প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য তহবিলের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও সরবরাহের ‘সময়মত বিতরণ নিশ্চিত’ করার জন্য জরুরি আবেদন করেছে।

মেডিকেল অফিসাররা জানিয়েছে, অত্যন্ত সংক্রামক রোগটি দেশের কুর্দি অধ্যুষিত উত্তর-পূর্ব এবং উত্তর ও উত্তর-পশ্চিম সিরিয়ার বিরোধী অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে এক দশকের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫