Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ১৮:১৭

সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু

ছবি- সংগৃহীত

প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। সেই হিসেবে আগামীকাল সোমবার (২ অক্টোবর) শুরু হচ্ছে চলতি বছরের নোবেল বিজয়ীদের নাম ঘোষণার পালা। 

নোবেল কমিটির ওয়েবসাইটে এসব তথ্য দেওয়া হয়েছে।

আগামীকাল সোমবার (২ অক্টোবর) প্রথম দিন ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম।

আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। 

এ বছর নোবেল ফাউন্ডেশন ২০২২ সালের বিজয়ীদের সাথে ২০২০ ও ২০২১ সালের বিজয়ীদেরও আগামী ডিসেম্বরে সুইডেনের স্টকহোমে নোবেল সপ্তাহে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম। এরপর যথাক্রমে ৬ অক্টোবর ঘোষণা করা হবে সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম। মাঝে শনি ও রবিবার বিরতি দিয়ে আগামী সোমবার শেষদিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫