Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১৪:২০

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ১৬ অভিবাসীর মৃত্যু

নৌকায় করে এজিয়ান সাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। ছবি: এএফিপি

গ্রিসের লোসবোস দ্বীপের উপকূলে এজিয়ান সাগরে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে।

গ্রিসের কোস্টগার্ড জানিয়েছে, গত বুধবারের (২৯ সেপ্টেম্বর) পর সমুদ্রপথে দ্বিতীয়বারের মতো অভিবাসীদের নৌকাডুবির ঘটনা ঘটলো।

কোস্টগার্ডের মুখপাত্র নিকস কোকলাস বলেন, লেববস ডুবে যাওয়া একটি নৌকায় ৪০ জন আরোহী ছিলেন। ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরা সবাই আফ্রিকার। ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ১৫ জনের খোঁজ মিলছে না।

এদিকে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গ্রিস কোস্টগার্ডের জাহাজ ও বিমান বাহিনীর হেলিকপ্টার উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

লেসবোসের উপকূলের আশপাশে অভিবাসীরা থাকতে পারেন এ আশঙ্কা থেকে সেখানেও উদ্ধার অভিযান চলছে। কেননা তিনজনকে এ অঞ্চলের প্রত্যন্ত এলাকা থেকে আটকা পড়া অবস্থায় উদ্ধার করো হয়েছে।

এর আগে বুধবার গ্রিস কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের নৌকা ঝড়ের কবলে পড়ে পাথরে আঘাত লেগে গ্রিসের দক্ষিণে কায়তিরা উপকূলে ডুবে যায়।

উল্লেখ্য, গ্রিস ও তুরস্কের মধ্যে সম্প্রতি বেশ উত্তেজনা চলছে। গ্রিসের বিরুদ্ধে এজিয়ান ও ভূমধ্যসাগরে সাগরে প্রায়ই অভিবাসীদের নৌযানগুলো ডুবিয়ে দেয়ার অভিযোগ করে আসছে তুরস্ক।

সূত্র: রয়টার্স

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫