উইঘুর ইস্যুতে জাতিসংঘে চীনের পক্ষ নিলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১৫:২২

জাতিসংঘের পতাকা। ফাইল ছবি
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে এক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ওই বিতর্কে চীনের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান–ইন্দোনেশিয়াসহ কয়েকটি মুসলিম দেশ। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার পরিষদে এ খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়। এতে ভোটদানে বিরত ব্রাজিল, ভারত ও ইউক্রেনসহ কয়েকটি দেশ।
সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাশেলেট জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। জিনজিয়াং নিয়ে বেইজিংয়ের নীতি মানবতাবিরোধী অপরাধ হয়ে থাকতে পারে বলে ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
ব্যাশেলেটের মেয়াদের একেবারে শেষ প্রান্তে গত ৩১ আগস্ট এ প্রতিবেদন প্রকাশিত হয়। এতে জিনজিয়াংয়ে বসবাসকারী উইঘুর মুসলিমদের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতন, ইচ্ছেমতো আটকে রাখা, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন এবং সন্তান জন্মদানের অধিকার লঙ্ঘনের কথা তুলে ধরা হয়। যদিও চীন জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে ব্যাশেলেটের ওই প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে আলোচনার উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। কিন্তু ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ প্রস্তাব নিয়ে বিতর্ক জমে উঠলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। প্রস্তাবের পক্ষ ভোট পড়ে ১৭টি। বিরুদ্ধে পড়ে ১৯টি ভোট। আর ভোটদানে বিরত ছিল ১১টি দেশ।
সূত্র: বাসস