Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বিস্ফোরণে সেতু ধসে ক্রিমিয়া-রাশিয়া যোগাযোগ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১৯:০১

বিস্ফোরণে সেতু ধসে ক্রিমিয়া-রাশিয়া যোগাযোগ বন্ধ

ক্রিমিয়া-রাশিয়াকে সংযুক্তকারী কার্চ ব্রিজে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার সাথে সংযুক্তকারী একমাত্র সড়ক ও রেল সেতু ‘কার্চ ব্রিজ’-এ বিস্ফোরণ ঘটেছে। এতে ওই সেতু দিয়ে চলাচলকারী তেলবাহী একটি ট্রেনে ভয়াবহ আগুন লাগার পর ধসে পড়েছে সেতুর একাংশ। স্থানীয় সময় আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৬টার দিকে ওই বিস্ফোরণ হয়। খবর এএফপি।

রুশ গণমাধ্যমগুলো বলছে, শনিবার সকালে ‘কার্চ ব্রিজ’-এর গাড়ি চলাচলকারী লেনে একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। এর ভয়াবহতা এতটাই ছিল যে সেতুতে থাকা একটি তেলবাহী ট্রেনের সাতটি ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে ধসে পড়ে গাড়ি চলার দুটি লেনও। এ ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন।

এর আগে, ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করে রাশিয়া। পরে একটি গণভোটের মধ্য দিয়ে অঞ্চলটিকে রাশিয়ার সঙ্গে অঙ্গীভূত করা হয়। এরপর যোগাযোগের জন্য এই সেতু তৈরি করা হয়। ২০১৮ সালে সেতুটি উদ্বোধন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের কাছে সামরিক রসদ পাঠানোর ক্ষেত্রে এই সেতু ব্যবহার করা হচ্ছে।

ক্রিমিয়া-রাশিয়াকে সংযুক্তকারী কার্চ ব্রিজে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

সেতুতে বিস্ফোরণের পর এর একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে সেতুতে আগুন জ্বলতে এবং কিছু অংশ পানির মধ্যে ঝুলে থাকতে দেখা গেছে। সেতুর ধ্বংস হওয়া অংশের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াকও।

টুইটারে ওই পোস্টে পোদোলিয়াক লেখেন, ক্রিমিয়া, এই সেতু, এটা কেবল শুরু। অবৈধ সবকিছু অবশ্যই ধ্বংস করা হবে। চুরি হয়ে যাওয়া সবকিছু ইউক্রেনে ফিরিয়ে আনা হবে। রাশিয়ার দখল করা সবকিছু মুক্ত করা হবে।

বিস্ফোরণের পর নড়েচড়ে বসেছে মস্কোও। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ঘটনাটি তদন্তের জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে গোয়েন্দা কর্মকর্তাদের। তবে এই বিস্ফোরণের জন্য এখনো কিয়েভের ওপর দায় চাপায়নি মস্কো।

ক্রিমিয়া-রাশিয়াকে সংযুক্তকারী কার্চ ব্রিজে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫