
ফাইল ছবি
বিশ্বের চতুর্থ বৃহত্তম স্মার্ট-ফোন নির্মাতা প্রতিষ্ঠান চীনের অপ্পো। সম্প্রতি অপ্পো স্মার্ট-ফোন বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে জার্মানি। নিষেধাজ্ঞার পর বৈদেশিক বাজারে সম্প্রসারণের জন্য পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করছে চীন। জাপান ভিত্তিক সংবাদ পত্রিকা নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যারা অপ্পোর জার্মান ওয়েবসাইট প্রবেশ করেন তাদের মোবাইল ফোনের সর্বশেষ অফারগুলোর মাধ্যমে ব্রাউজ করার কোনো উপায় থাকবে না। এর পরিবর্তে, 'পণ্যের তথ্য বর্তমানে উপলব্ধ নেই' এই সংক্ষিপ্ত বার্তা দিয়ে স্বাগত জানানো হবে।
বিশ্বখ্যাত আরেক খ্যাতনামা মুঠোফোন নির্মাতা কোম্পানি নোকিয়ার সঙ্গে একটি আদালতে মামলায় হেরে যাওয়ার ফলে অপ্পো এই সমস্যার সম্মুখীন হয়। অপ্পোর বিরুদ্ধে ফিনিশ টেলিকমিউনিকেশ নোকিয়া সরঞ্জাম সরবরাহকারী একটি লাইসেন্সের জন্য অর্থ প্রদান না করেই এর প্রযুক্তিগত পেটেন্ট ব্যবহার করার অভিযোগ দায়ের করে। চলতি বছরের আগস্টে একটি জার্মান আদালত অপ্পো স্মার্ট-ফোন বিক্রি বন্ধ করার রায় দেন।
অপ্পো ২০১৮ সালে জার্মানিকে একটি মূল বাজার হিসেবে স্থান দিয়ে প্রথমবারের মতো ইউরোপ বাজারে প্রবেশ করে। আদালতের এই রায় অপ্পোর জন্য অনেক বড় ক্ষতিকর এক পদক্ষেপ।
অপ্পোর আন্তর্জাতিক বিক্রয়ের ভাইস প্রেসিডেন্ট বিলি চ্যান জানান, ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। তার কোম্পানি গ্রাহকদের ভবিষ্যতে উদ্ভাবনী পণ্য সরবরাহ করতে চায়। কিন্তু নোকিয়ার সঙ্গে সমস্যা ভবিষ্যৎ সম্ভাবনাকে ব্যাহত করছে। এখন অপ্পো বৈদেশিক বাজারে তার অবস্থান হারাতে শুরু করেছে।
কোম্পানিটি এখন মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দিকে নিয়ে বাজার প্রসারে জোর দিচ্ছে। এই দুইটি বাজারের সঙ্গে চীনের তুলনামূলকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অপ্পো গত মাসে মিশর সরকারের সঙ্গে একটি স্মার্ট-ফোন কারখানা নির্মাণের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
অপ্পো প্রথমে লাতিন আমেরিকায় মেক্সিকোতে প্রবেশ করে। এরপর চিলি এবং কলম্বিয়ায় বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করে।