Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ২২:৩৬

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট। ছবি: বিবিসি

যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট নতুন অর্থমন্ত্রী হয়েছেন। রাজনৈতিক চাপ এবং বাজারে টালমাটাল পরিস্থিতির মধ্যে অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং বরখাস্ত হওয়ার পর হান্ট তার স্থলাভিষিক্ত হলেন। প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কার্যালয় আজ শুক্রবার একথা জানিয়েছে।

কোয়াসি কোয়াটেং দায়িত্ব নেওয়ার পর একটি মিনি বাজেট ঘোষণা করেন। এর প্রভাবে যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতিতে ধস নামে। ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের রেকর্ড দরপতন হয়।

দায়িত্ব নেওয়ার পর ছয় সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হন কোয়াসি কোয়াটেং। যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেন কোয়াসি। এর আগে ১৯৭০ সালে মাত্র ৩০ দিনের জন্য অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন ইয়ান ম্যাকলিয়ড। দায়িত্ব পাওয়ার ৩০ দিনের দিন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। 

জেরেমি হান্ট এর আগে দুবার ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নেতৃত্বের দৌড়ে নেমে সফল হতে পারেননি। একবার তিনি বরিস জনসনের কাছে হেরে যান এবং পরেরবার দলের নেতৃত্বের প্রতিযোগিতায় প্রথম দফার ভোটেই হেরে বাদ পড়েন। শেষ পর্যন্ত কনজারভেটিভ দলের নেতৃত্বে জয়ী হন লিজ ট্রাস প্রধানমন্ত্রী হন। ওই প্রতিযোগিতায় জেরেমি হান্ট লিজ ট্রাসের প্রতিপক্ষ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থন করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫