Logo
×

Follow Us

আন্তর্জাতিক

উগান্ডায় ইবোলার হানায় ২১ দিনের লকডাউন

Icon

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ১৬:১৫

উগান্ডায় ইবোলার হানায় ২১ দিনের লকডাউন

ইবোলা ছড়িয়ে পড়েছে উগান্ডায়। ছবি: সংগৃহীত

উগান্ডায় ইবোলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুটি জেলায় লকডাউন দেওয়া হয়েছে। ওই অঞ্চলে ২১ দিনের জন্য চলাচল সীমিত করা হয়েছে বলে গতকাল শনিবার (১৫ অক্টোবর) জানিয়েছেন প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

ইবোলা প্রাদুর্ভাব ঠেকাতে মুবেনদে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় মদের বার, নাইটক্লাব, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদনের স্থানগুলো বন্ধ থাকবে। ওই দুই জেলায় কারফিউ জারি রাখার কথাও জানানো হয়েছে।

উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি এর আগে বলেছেন, ইবোলার জন্য লকডাউনের দরকার নেই। তবে দেশটিতে লকডাউন জারি করা তার বক্তব্যের একেবারে উল্টো ঘটনা।

উগান্ডায় নতুন করে ৫৮ জন ইবোলায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, দেশটিতে ইবোলায় মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫